প্রতিষ্ঠাতা সভাপতির বাণী

সুস্থ্য চেতনা ও সচেতন নাগরিক হিসাবে প্রতিটি মানুসের রয়েছে সামাজিক দায়বদ্ধতা। সেই উপলদ্ধি ও মানুসের মূল্যবোধের তাগিদে অত্র এলাকার কতিপয় উদ্দ্যোগি ব্যক্তির সম্লিলিত প্রচেষ্টার মাধ্যমে সামাজিক জনকল্যাণমূলক কর্মকান্ড বাস্তবায়নের লক্ষ্যে জন্ম হ্য এস.ডি ফাউন্ডেশন। আর এই ফান্ডেশনের অন্যতম একটি উদ্যোগ হলো “ ড্যাফডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুল"। আত্নোন্নয়নের তথা জীবন জীবিকার সৌন্দর্য, সৌকর্ম, স্বাচ্ছন্দ্য ও সুস্থ্য চেতনার বিকাশের জন্য প্রয়োজন শিক্ষিত জনগষ্ঠী। শিশু বান্ধব ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা জন্ম দিতে পারে শিক্ষিত জনগোষ্ঠীর। এজন্য প্রয়োজন আধুনিক প্রযুক্তির প্রয়োগ ও মনোবিজ্ঞান প্রসূত বাস্তব ভিত্তিক সুস্থ্য শিক্ষা ব্যবস্থা। আজকের শিশু ভবিষ্যৎ প্রজন্মের কর্ণধার। তাকে যেভাবে শিক্ষা দেয়া হবে সে সেভাবে গড়ে উঠবে এবং বিকাশিত করবে তার ভবিষ্যৎ।

তাই পরিবর্তনশীল বিশ্বের চাহিদা অনুযায়ী উন্নত, সৃজনশীল, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা তথা আধুনিক কম্পিউটার, ইন্টারনেট প্রযুক্তির ও মনোবিজ্ঞান সম্মত উপায়ে শিশুর সুপ্ত প্রতিভার বিকাশে ও নৈতিক চরিত্র গঠনের মান্সে সুস্থ্য ও পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তোলাই আমাদের ঐকান্তিক প্রয়াস। শিশুর সার্বিক মানসিক বিকাশ, ব্যক্তিগত শৃঙ্খলাবোধ, আত্নপ্রত্যয়, দেশাত্ববোধ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে আদর্শ ও সুনাগরিক হিসাবে একজন শিশুকে পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আমার দঢ়ভাবে অঙ্গিকারব্ধ। আপনার সহযোগিতা ও সুপরামর্শ আমাদের একান্ত কাম্য।

প্রধান শিক্ষকের বানী

আলোকিত মানুষ তৈরীতে সুশিক্ষার কোন বিকল্প নেই ।আপনারা অবগত যে, মহান সেই লক্ষে নিয়ে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার প্রাণকেন্দ্রে অনস্হিত এস.ডি ফাউন্ডেশন কর্তৃক্ পরিচালিত “ড্যাফডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুল ”2012 খ্রি : প্রতিষ্ঠার পর থেকে সাফল্যের সাথে তার কার্যক্রম চালিয়ে আসছে । প্রত্যক অভিভারক তার সন্তানকে মানসম্ম্ত শিক্ষার ব্যবস্থা করে একজন সুশিক্ষিত, দক্ষ,আত্মপ্রত্যয়ী. আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে চায় ।যেহেতুর্ শিশুর পূর্ণাঙ্গা বিকাশের জন্য শিক্ষার প্রাথমিক স্তরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ । এজন্য প্রয়োজন সঠিক দিকনির্দশনা, পাঠদান পদ্ধতি, সময়োপযোগী শিক্ষা ও কলা কৌশল, দক্ষ ও মানসম্মত শিক্ষা প্রদানে উৎকর্ষতার সর্বোত্তমটুকু দেওয়ার চেষ্টা চালিয়ে আসছি ।

প্রতিযোগীতামূলক বিশ্বে সম্মানজনক স্থানে নিজেকে প্র্রতিষ্ঠিত করার লক্ষে সিলেবাসের বাইরে তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ও সহশিক্ষ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলার চেষ্টা করছি । দেশের শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের অগ্রযাত্রার কর্ণধার হিসাবে এই স্কুলের শিক্ষার্থীরা জ্ঞান ও গুণের আলোয় ছড়িয়ে পড়বে বিশ্বময় । প্রতিষ্ঠানটিকে আরো্ও একধাপ এগিয়ে নে্ওয়ার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা ও সুপারামর্শ একান্ত কাম্য ।

আমাদের উদ্দেশ্য

গুণগত নৈতিকমান এবং আধুনিক শিক্ষা নিশ্চিত করতে সময় উপযোগী শিক্ষা কৌশলে আনন্দমুখর শিক্ষার পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে যুগোপযোগী ও প্রশিক্ষিত শিক্ষক দ্বারা জ্ঞানানুশীলনে বিজ্ঞানভিত্তিক আধুনিক কলা-কৌশল ব্যবহার। উন্নত পাঠ্যসূচিভিত্তিক পরীক্ষা ও মূল্যায়ন এবং শিক্ষার্থীদের সহায়ক শিক্ষাদান।

আমাদের লক্ষ্য

শিশুর মেধা, মননশীলতার স্বতস্ফুর্ত ও পূর্ণ বিকাশ সাধনের মাধ্যমে সুশিক্ষিত দক্ষ আত্মপ্রত্যয়ী এবং আদর্শ মানুষ হিসেবে একবিংশ শতাব্দীর উপযোগী আলোকিত যোগ্য নাগরিক তৈরী করা।

1215

Total Alumni

35

Certified Teachers

6

Total Resident Houses

745

Current Students

আমাদের লক্ষ্য

শিশুর মেধা, মননশীলতার স্বতস্ফুর্ত ও পূর্ণ বিকাশ সাধনের মাধ্যমে সুশিক্ষিত দক্ষ আত্মপ্রত্যয়ী এবং আদর্শ মানুষ হিসেবে একবিংশ শতাব্দীর উপযোগী আলোকিত যোগ্য নাগরিক তৈরী করা।

আমাদের উদ্দেশ্য

গুণগত নৈতিকমান এবং আধুনিক শিক্ষা নিশ্চিত করতে সময় উপযোগী শিক্ষা কৌশলে আনন্দমুখর শিক্ষার পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে যুগোপযোগী ও প্রশিক্ষিত শিক্ষক দ্বারা জ্ঞানানুশীলনে বিজ্ঞানভিত্তিক আধুনিক কলা-কৌশল ব্যবহার। উন্নত পাঠ্যসূচিভিত্তিক পরীক্ষা ও মূল্যায়ন এবং শিক্ষার্থীদের সহায়ক শিক্ষাদান।

আমাদের বিশেষ শিক্ষা কার্যক্রমসমূহ

ড্যাফডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের পাশাপাশি সাপ্তাহিক মাসিক গ্রুপ ও ক্লাব ভিত্তিক এক্সট্ৰা কারিকুলাম এক্টিভিটিস যেমন ছবি। অংকন, বিতর্ক, গান, আবৃতি ও শুদ্ধ উচ্চারণে কথা বলা ও আদব কায়দা শিক্ষাদানের সুব্যবস্থা

লিটারেরি ক্লাব

সাহিত্য সংশ্লিষ্ট সকল কার্যক্রম এই ক্লাবের অধীনে পরিচালিত হয়

বিজ্ঞান ক্লাব

বিভিন্ন রকম অলিম্পিয়ার্ডে অংশগ্রহণ এবং বিজ্ঞান ভিত্তিক সকল কার্যক্রম এই ক্লাবের অধীনে পরিচালিত হয়

আইসিটি ক্লাব

শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ও নিজেদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ্য করে গড়ে তোলাই এই ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য

ডিবেটিং ক্লাব

বিতর্ক বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা এবং বিভিন্ন রকম বিতর্ক অনুষ্ঠান এ অংশগ্রহনের জন্য কাৰ্যকৰী দল তৈরী করা ও বিতর্ক বিষয়ক কার্যক্রম পরিচালনা করাই এই ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য

সাংস্কৃতিক ক্লাব

লেখা পড়ার পাশাপাশি মানসিক বিকাশ সাধনের জন্য ও সুস্থ সাংস্কৃতিক মনোভাব তৈরী করাই সাংস্কৃতিক ক্লাব গঠনের প্রধান লক্ষ্য

ভাষা ক্লাব

শিক্ষার্থীদের ইংরেজি সহ অন্যান্য ভাষা জানার আগ্রহ বৃদ্ধি করা এবং সাবলীলভাবে ইংরেজি বলতে পারে এটা নিশ্চিত করার গুরুত্ব আলোচনা করাই এই ক্লাবের মূল লক্ষ্য ও উদ্দেশ্য

বাৎসরিক কার্যকম

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, শিক্ষাসফর, অভিভাবক সমাবেশ, মা সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান

খেলাধুলা ও শরীরচর্চা

সুস্বাস্থ্য, চরিত্র গঠন ও ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর জন্য ইনডোর ও আউটডোর গেমস এর ব্যবস্থা। আন্ত:হাউস ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা এবং রুটিন মোতাবেক দৈনন্দিন নিয়মিত শরীরচর্চা করানো হয়

প্রেষণা ও প্রনোদনামূলক কর্মকান্ড

নিয়মিত পাঠদানের বাইরে অবসর কালীন সময়ে শিক্ষা সম্পৃক্ত চলচ্চিত্র, ডকুমেন্টরি চিত্র প্রদর্শনের ব্যবস্থা রয়েছে যা ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার একঘেয়েমী দূর করতে সহায়তা করে

চিকিৎসা ব্যবস্থা

স্কুলের নির্ধারিত মেডিকেল অফিসারের তত্ত্বাবধানে আবাসিক শিক্ষার্থীর পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীর প্রাথমিক স্বাস্থ্য কার্ড সংরক্ষণের মাধ্যমে চিকিৎসা প্রদানের ব্যবস্থা রয়েছে

স্কুল ব্যাচ, ডায়েরী, খাতা ও অন্যান্য শিক্ষা উপকরণ

নগদ অর্থের বিনিময়ে স্কুল বিক্রয় কেন্দ্র হতে সংগ্রহ করতে হয়

ইউনিফর্ম

ছাত্রদের: ফুল শার্ট / হাফ শার্ট, ফুল প্যান্ট, কালো বেল্ট, সাদা পিটি সু, সাদা মোজা ও আইডি কার্ড
ছাত্রীদের: কামিজ, সালোয়ার, এফ্রোন, সাদা স্কার্ফ, সাদা মোজা ও সাদা পিটি সু

আমাদের স্কুলের বৈশিষ্ট্য সমূহঃ

 
  • দিনাজপুর-পার্বতীপুর জেলা সড়ক (চিরিরবন্দর ফায়ার সার্ভিস স্টেশন-এর বিপরীতে) এ প্রতিষ্ঠানটি কোলাহল মুক্ত ও মনোরম পরিবেশে অবস্থিত ।

  • দক্ষ শিক্ষক/শিক্ষিকা ও অভিজ্ঞ পরিচালনা পর্ষদ দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত ।

  • ক্লাসে অনুপস্থিত ছাত্র/ ছাত্রীদের অভিভাবকের সাথে তাৎক্ষনিক মোবাইলে যোগাযোগ ।

  • শিক্ষার্থীদের হাতের লেখা সুন্দর এবং সঠিক উচ্চারণ শিখিয়ে দ্রুত লিখনে পারদর্শী করে তোলার ব্যবস্থা ।

  • প্রাথমিক স্বাস্থ্য কার্ড সংরক্ষণের মাধ্যমে স্বাস্থ্য সেবার ব্যবস্থা ।

  • ছবি অংকন, বিতর্ক, কুইজ, গান, কবিতা আবৃতি, শুদ্ধ উচ্চারণে কথা বলা, আদব কায়দা ও নৈতিকতা শিক্ষাদানের সুব্যবস্থা ।

  • ক্রীড়া অনুষ্ঠান " বনভোজন শিক্ষাসফর * অভিভাবক সমাবেশ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ।

  • প্রতি পার্বিক পরীক্ষার জন্য আলাদা আলাদা ভাবে ফলাফল প্রকাশ করা হয়। তিন পর্বের ফলাফল গড় করে চূড়ান্ত গ্রেডিং করতঃ বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরী ও প্রকাশ করা হয় ।

  • দূর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উন্নয়নের ক্ষেত্র চিহ্নিত করে অভিভাবক, বিষয় শিক্ষক, শ্রেণি শিক্ষক প্রয়োজনে অধ্যক্ষ মহোদয়ের সমন্বয়ে মেধার উন্নয়ন সাধন করা ।

  • উন্নত পরিবেশে ৩য় শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ছাত্র/ছাত্রীদের পৃথক পৃথক আবাসিক সু-ব্যবস্থা ।

  • সি সি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক ক্লাস পর্যবেক্ষণ ।

  • সার্বক্ষণিক নিরাপত্তা এবং কঠোর নিয়মানুবর্তিতা ।

  • সার্বক্ষণিক বিদ্যুতের চাহিদা পুরণের জন্য জেনারেটরের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা ।

  • মুসলিম ছাত্র/ছাত্রীদের জন্য সহীহ পদ্ধতিতে কুরআন শিক্ষার ব্যবস্থা ।

  • এ স্ব-স্ব ধর্ম পালনে উদ্বুদ্ধ করণ ।

  • নিয়মিত খেলাধুলা, শরীর চর্চা, সুস্থ্য সাংস্কৃতিক চর্চা, ইনডোর / আউটডোর গেমের ব্যবস্থা ।

  • আসন-প্লে থেকে ২য় শ্রেণিতে ২৫ জন ও ৩ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রত্যেক শ্রেণিতে শাখা ভিত্তিক সর্বোচ্চ ৩৫ জন শিক্ষার্থী ।

  • মাসিক, পাক্ষিক ও পার্বিক পরীক্ষার ফলাফল অভিভাবকদের নিকট সরবরাহ করা ।

  • একাডেমিক পরীক্ষার ফলাফল ও যাবতীয় তথ্য www.drmsc.edu.bd ওয়েব সাইটে প্রকাশ করা হয় ।