Online Admission

Instructions

খুব সহজ উপায়ে এবং অভিনব পদ্ধতিতে আপনি আপনার স্থান থেকেই ভর্তি ফরম পূরণ করতে পারবেন।

  • প্রথমে ফরম এর মূল্য আপনাকে Bkash (01772988682) এ Send Money এর মাধ্যমে জমা দিতে হবে। ক্লাস প্লে হতে ৯ম শ্রেণির জন্য ৩০০ টাকা ।  
  • Send Money করলে আপনি একটা Transaction ID পাবেন, সেটি আপনাকে ফরম এ দিয়ে আরো কিছু প্রয়োজনীয় তথ্যাদি সঠিক ভাবে পূরণ করে ও পাসপোর্ট সাইজ এর একটি ছবি আপলোড করে ফরমটি SUBMIT করুন ।
  • ফরম এর উল্লেখিত তথ্যাদি অবশ্যই ইংরেজি/English এ পূরণ করতে হবে।
  • সঠিক ভাবে ফরমটি SUBMIT হলে আপনার Registration Process Complete হবে এবং আপনি একটি Reference/Ref নাম্বার পাবেন। Reference/Ref নাম্বারটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে অথবা লিখে রাখতে হবে। মনে রাখবেন আপনার Registration Process Complete হয়েছে কিন্তু Admit Card পেতে হলে আপনাকে অবশ্যই Payment Process Complete করতে হবে এবং Payment Process এর জন্য Reference/Ref নাম্বারটি অতীব জরুরী।
  • Admit Card উত্তোলনের জন্য আপনাকে Check Your Form Status এ প্রবেশ করে  খুব সহজে আপনি Admit Card টি Print করে নিতে পারবেন । কোন কারণে Admit Card হারিয়ে ফেললে আপনি এই Option এ এসে আবার আপনার Admit Card টি Print করে নিতে পারবেন।
  • পরীক্ষার সময়সূচী পরবর্তীতে মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
  • ভর্তি পরীক্ষার সময়সূচী ও মানবন্টন এর জন্য এখানে ক্লিক করুন।

বিস্তারিত তথ্যের জন্য এবং কোন জটিলতার সম্মুখীন হলে এই নম্বর গুলোতে তৎক্ষণাৎ যোগাযোগ করুন-

মোঃ তৈয়বুর রহমান তুহিন (সহকারি শিক্ষক)
01988-988143
মোঃ তৌহিদ হাসান (সহকারি শিক্ষক)
01644-497844

Admission Form

*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

Miscellaneous Details

Upload Documents

(To Upload Multiple Document Compress It In A Single File Then Upload It)