মোঃ রমজান আলী শাহ্
পরিচালক (প্রশাসন)
ড্যাফডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুল
ঘুঘুরাতলী,চিরিরবন্দর,দিনাজপুর ।

পরিচালক ( প্রশাসন ) এর কথা
 
" পড়িলে বই আলোকিত হই,
না পড়িলে বই অন্ধকারে রই । "

বর্তমান বিশ্বায়নে আলোকিত জীবন গড়তে আধুনিক বিজ্ঞান মনস্কত আইসিটি ও সৃজনশীল চিন্তা চেতনায় শিক্ষা অর্জনের বিকল্প নাই।

শিশু এক অপার বিস্ময় ।শিক্ষাবিদ, দার্শনিক, শিশু মনোবিজ্ঞানীসহ বিজ্ঞজনেরা শিশুকে নিয়ে ভাবছেন, সরকারও ভাবছেন, আমরাও ভাবছি, অভিভাবকেরাও ভাবছেন। শেখার ক্ষেত্রে শিক্ষার্থী যেন শ্রেণিভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা সমূহ আনন্দঘন পরিবেশে আস্থ করতে পারে। শিক্ষার্থীদের জীবন ঘনিষ্ঠ তথ্যমূলক ও তথ্যপ্রযুক্তির ব্যবহারে প্রতিভা বিকাশ সাধন ও নৈতিকতা গঠনের কাজ করা। উন্নত জীবনের স্বপ্ন দর্শনে দেশাত্মবোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় আদর্শিক মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে ড্যাফডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রচেষ্টা নিরন্তর।

ঈড়ারফ-১৯ এর সময় সরকারি ঘোষণার আলোকে প্রতিষ্ঠানটি অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের শিখন ধারা অব্যাহত রাখতে রাখতে সক্ষম হয় ।

জ্ঞান ও দক্ষতা সতত পরিবর্তনশীল। আজকের জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শিখনের ক্ষেত্র সমূহে আধুনিকীকরণ প্রয়োজন। অতীতের শিক্ষাদান কলাকৌশলের আধুনিকায়ন ঘটিয়ে বর্তমান চিন্তাধারায় শিক্ষাদান পদ্ধতি শিক্ষার্থী কেন্দ্রিক ও কর্মভিত্তিক যা শিক্ষনের ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স, মেধা, গ্রহনক্ষমতা বিবেচনায় পাঠ দান করা হয়। নিয়মিত শ্রেণি পাঠ পর্যবেক্ষণ ও শিখনফল ভিত্তিক পাঠ ধারাবাহিক অনুশীলন ও মূল্যায়নের ক্ষেত্রে আধুনিক শিখনের চিন্তাধারা অনুসরন করে মানসম্মত শিক্ষাদানে অত্র প্রতিষ্ঠানের তরুন প্রশিক্ষিত-অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর চেষ্টা অবিরত। কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শিখন আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পন্ন কৌশল নির্ভর যুগোপযুগি শিক্ষাদান ব্যাবস্থা শিক্ষার্থীদের শিক্ষা, স্বাস্থ্যসুরক্ষা, বিনোদন, নৈতিকতা, দেশসেবা, সৃজনশীলতার মাধ্যমে দক্ষ মানব- সম্পদ উন্নয়নে এই প্রতিষ্ঠানটি ইতিবাচক ভূমিকা রাখছে। অনেক শিক্ষার্থী এখানে শিক্ষা অর্জন করে দেশের নামকরা মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়ন করছে। আর প্রতিষ্ঠানের অতীত সাফল্যের ফলে দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা প্রতিবছরই আসছে ভর্তি হয়ে তাদের কাঙ্ক্ষিত শিক্ষার চাহিদা পূরণ করার। জন্য। সাফল্যের ১১তম বর্ষে আমাদের প্রতিশ্রুতি ভ্যাফডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুল আগামীতে সুব্যবস্থাপনা ও শিখন ধারাবাহিকতা ও ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখতে সক্ষম হবে ইনশাআল্লাহ

মানসম্মত শিক্ষা অর্জনের ক্ষেত্রে আপনার সুচিন্তিত মতামতকে সবসময় শ্রদ্ধা ও ভালবাসার সাথে স্বাগত জানাই।