আকরাম আলী
পরিচালক (শিক্ষা)
ড্যাফডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুল
ঘুঘুরাতলী,চিরিরবন্দর,দিনাজপুর
পরিচালক ( শিক্ষা ) এর কথা
শিক্ষাই জাতির মেরুদন্ড (Education is the backbone of a nation)। তাই শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার ধার বাস্তবায়নের মাধ্যমে একটি দেশ ও জাতি উন্নতির চরম শিখরে পৌঁছ পারে। এক্ষেত্রে আমাদের দেশ ও জাতিকে কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাতে হসে শিক্ষার কোন বিকল্প নাই।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হচ্ছে মানুষের আচরণের পরিবর্তন। আর এ লক্ষে তাদেরকে সৃজনশীল, সক্রিয়, আলোকিত এবং দায়িত্বশ সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এজন্য প্রয়োজন দক্ষ শিক্ষকমন্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি কার্যকর শিক্ষাবান্ধব পরিবেশ। আমি বিনয়ের সাথে দাবি করি শিক্ষা নগরী নামে খ্যাত দিনাজপুর জেলার চিি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ড্যাফডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে এসব কিছুর সমন্বয় ঘটিয়ে সামনের দিকে এগিয়ে চলছে।
প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, নীতি-নৈতিকতা সম্পন্ন ধর্মীয় শিক্ষা, বিভিন্ন ধরনের ইনডোর গেমস, সুস্থ সাংস্কৃতিক চর্চা কো-কারিকুলামসহ নানাবিধ শিক্ষার ব্যবস্থা রয়েছে।
আমি অত্র প্রতিষ্ঠানের উত্তরত্তর উন্নতি ও সাফল্য কামনা করছি।