প্রধান শিক্ষকের বানী
 
আলোকিত মানুষ তৈরীতে সুশিক্ষার কোন বিকল্প নেই ।আপনারা অবগত যে, মহান সেই লক্ষে নিয়ে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার প্রাণকেন্দ্রে অনস্হিত এস.ডি ফাউন্ডেশন কর্তৃক্ পরিচালিত “ড্যাফডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুল ”2012 খ্রি : প্রতিষ্ঠার পর থেকে সাফল্যের সাথে তার কার্যক্রম চালিয়ে আসছে ।
প্রত্যক অভিভারক তার সন্তানকে মানসম্ম্ত শিক্ষার ব্যবস্থা করে একজন সুশিক্ষিত, দক্ষ,আত্মপ্রত্যয়ী. আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে চায় ।যেহেতুর্ শিশুর পূর্ণাঙ্গা বিকাশের  জন্য শিক্ষার প্রাথমিক স্তরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ  ।এজন্য প্রয়োজন সঠিক দিকনির্দশনা, পাঠদান পদ্ধতি, সময়োপযোগী শিক্ষা ও কলা কৌশল, দক্ষ ও মানসম্মত শিক্ষা প্রদানে  উৎকর্ষতার সর্বোত্তমটুকু দেওয়ার চেষ্টা চালিয়ে আসছি ।
প্রতিযোগীতামূলক বিশ্বে সম্মানজনক স্থানে নিজেকে প্র্রতিষ্ঠিত করার লক্ষে সিলেবাসের বাইরে তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ও সহশিক্ষ কার্যক্রমের  মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলার চেষ্টা করছি ।
দেশের  শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের অগ্রযাত্রার কর্ণধার হিসাবে এই স্কুলের শিক্ষার্থীরা জ্ঞান ও গুণের আলোয় ছড়িয়ে পড়বে বিশ্বময় । প্রতিষ্ঠানটিকে আরো্ও একধাপ এগিয়ে নে্ওয়ার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা ও সুপারামর্শ একান্ত ক

অধ্যক্ষ
মোঃমশিউর রহমান
ড্যাফডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুল
ঘুঘুরাতলী,চিরিরবন্দর,দিনাজপুর ।